=ca-pub-55 নারায়ণগঞ্জে ভোটের সংঘাতে গুলিবিদ্ধ ২, বাড়িঘরে আগুন

নারায়ণগঞ্জে ভোটের সংঘাতে গুলিবিদ্ধ ২, বাড়িঘরে আগুন

নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিনে ভোটের পর বিজয়ী ও পরাজিত পক্ষের সংঘর্ষে গুলিতে অন্তত দুইজন আহত হয়েছেন; তাছাড়া বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার রূপগঞ্জ উপজেলার এই ইউনিয়নে মঙ্গলবার রাতে সাড়ে ১০টায় তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলার পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বিজয়ী ইউপি সদস্য জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে পরাজিত প্রার্থী মোশাররফ হোসেনের লোকজ ইউনিয়নের নাউরা এলাকায় এই সংঘাতে জড়ায়। তারা কয়েকটি বাড়িঘরে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে আহতদের সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নূর জাহান আরা খান বলেন, “সংঘর্ষের পর গুলিবিদ্ধ দুইজনকে তাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। “তাছাড়া আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে অন্য আহতদের কাছে জানতে পেরেছি।” খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও কাউকে ধরতে পারেনি। তবে ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Post a Comment

0 Comments