=ca-pub-55 দুর্জয়ের লাশ দাফন

দুর্জয়ের লাশ দাফন

ঢাকার রামপুরায় বাসচাপায় নিহত মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের লাশ তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সদর ইউনিয়নের হালুয়া পাড়ায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এসময় শোকাহত মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। সরাইল বিকাল বাজার জামে মসজিদে জানাজা শেষে রাত ৮টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মা-বাবার সাথে ঢাকার রামপুরায় থাকত দুর্জয়। দুই ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় সবার ছোট ছিল। চলতি বছর ঢাকার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। জানা যায়, ১৫/১৬ বছর আগে নিজের সহায় সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকার রামপুরায় থাকতেন দুর্জয়ের বাবা আব্দুর রহমান। সেখানে তিনি একটি চায়ের দোকান চালাতেন। মাঝেমধ্যে স্বপরিবারে সরাইলের হালুয়া পাড়ায় দুর্জয়ের নানার বাড়িতে এসে বেড়াতেন। নিহত দুর্জয়ের বাবা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বুট খাওয়ার জন্য আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই শুনি আমার মাঈনুদ্দিন শেষ, ঘাতক বাস কেড়ে নিয়েছে আমার বুকের ধনকে। আমি বাসের চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ারসময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় দুর্জয়।

Post a Comment

0 Comments