=ca-pub-55 যুক্তরাষ্ট্রে স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৩, আহত ৮

যুক্তরাষ্ট্রে স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৩, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিক্ষার্থী নিহত ও আরও আট জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে গুলিবর্ষণ শুরু করার পর দ্রুতই তাকে গ্রেপ্তার করা হয়। অকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, আহতদের মধ্যে একজন শিক্ষক আর বাকি সবাই স্থানীয় অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষার্থী। স্কুলটি ডেটরয়েট শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে মিশিগানের অক্সফোর্ড এলাকায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানান, গুলিবর্ষণকারীর উদ্দেশ্য জানা যায়নি। আন্ডারশেরিফ মাইকেল ম্যাককেব জানান, মঙ্গলবার বিকালের এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১৭ বছর ও ১৪ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে অস্ত্রপচারের টেবিলে নেওয়া হয়েছে এবং ছয় জনের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি। ম্যাককেব জানান, হাইস্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র ওই সন্দেহভাজন একাই ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। ১৫ থেকে ২০ রাউন্ড গুলি করার পরই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় প্রতিরোধের কোনো চেষ্টা করেনি সে। “পুরো এই ঘটনাটিতে সময় লেগেছে পাঁচ মিনিট,” বলেন তিনি। ম্যাককেব আরও জানান, সন্দেহভাজন পুলিশের কাছে কিছু প্রকাশ করেনি। মিনেসোটা টেকনিক্যাল কলেজ পরিদর্শনে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় গভীর শোক ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Post a Comment

0 Comments