=ca-pub-55 শবে বরাতের রাতে আমিনবাজারে ছয় জন ছাত্রকে গণপিটুনিতে হত্যার মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন

শবে বরাতের রাতে আমিনবাজারে ছয় জন ছাত্রকে গণপিটুনিতে হত্যার মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন

আমিনবাজারে ২০১১ সালে ছয় জন ছাত্রকে গণপিটুনিতে হত্যার দায়ে ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এছাড়া, অভিযুক্তদের মধ্যে আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ওই মামলায় যারা অভিযুক্ত ছিলেন, তাদের মধ্যে ২৫ জনকে খালাস দেয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত ৬০ জনের মধ্যে তিনজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। ২০১১ সালের ১৭ই জুলাই শবে বরাতের রাতে ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে ওই ছয় জন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে ডাকাত সন্দেহে শিক্ষার্থীদের গণপিটুনি দেয়া হয়েছে। পরে অজ্ঞাতনামা পাঁচ-ছয়শো লোককে আসামী করে মামলা করে সাভার থানা পুলিশ। ডাকাতির অভিযোগে স্থানীয় একজন বালু ব্যবসায়ী আরেকটি মামলা করেন মারা যাওয়া ছয় ছাত্রের বিরুদ্ধে। ঘটনার তদন্তে প্রথমে পুলিশের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলেও শুরু থেকেই এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরে ওই ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি নিহত ছাত্রদের নিরাপরাধ বলে মত দেয় এবং মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এরপর সিআইডি ঘটনার তদন্ত শুরু করে। তবে ২০১২ সালের মাঝামাঝি সময়ে র‍্যাবের কাছে মামলাটি হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ২০১৩'র জানুয়ারিতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করে র‍্যাব।

Post a Comment

0 Comments