=ca-pub-55 কোভিশিল্ডের কি বুস্টার ডোজ দেওয়া হবে? কেন্দ্রের অনুমোদন চাইল সেরাম: রিপোর্ট

কোভিশিল্ডের কি বুস্টার ডোজ দেওয়া হবে? কেন্দ্রের অনুমোদন চাইল সেরাম: রিপোর্ট

অনুমোদন মিলবে? বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। ভারতীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, দেশে আপাতত পর্যাপ্ত পরিমাণে টিকা আছে। তারইমধ্যে নয়া করোনাভাইরাস ভ্যারিয়েন্টের জেরে বিভিন্ন মহল থেকে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ওই সংবাদসংস্থা জানিয়েছে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে যে আবেদন করা হয়েছে, তাতে সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং উল্লেখ করেছেন যে ইতিমধ্যে অ্যাস্ট্রোজেনেকা এবং অকফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যাডক্স১ এনকোভ-১৯ টিকার (ChAdOx1 nCoV-19) বুস্টার ডোজে অনুমোদন দিয়েছে ব্রিটেনের নিয়্ন্ত্রক সংস্থা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও করোনাভাইরাস মহামারীর প্রভাব আছে। সেই পরিস্থিতিতে একাধিক দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেরামের অধিকর্তা জানিয়েছে যে ভারত এবং অন্যান্য দেশের যে মানুষরা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও বুস্টার ডোজের দাবি তুলেছেন। ভারতেও আপাতত কোভিশিল্ডে অভাব নেই। নয়া করোনাভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ঘিরে উদ্বেগ বৃদ্ধির পর বুস্টার ডোজের চাহিদা আরও বেড়েছে।

Post a Comment

0 Comments